ঢাকা      বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
শিরোনাম

টেস্টে দায়িত্ব পালনকালে বিসিবির নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু

IMG
23 April 2025, 1:53 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সিলেট টেস্টের চতুর্থ দিনেও দায়িত্ব পালন করতে মাঠে এসেছিলেন বিসিবির নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা মোঃ ইকরাম চৌধুরী। কে জানতো, এটাই তার জীবনের শেষ দিন? বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিনে ভেন্যুতে পেশাগত দায়িত্ব পালনকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সাংবাদিকদের এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ইকরামকে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সব ধরনের চিকিৎসা চেষ্টা করার পরও ডাক্তাররা তাকে বাঁচাতে পারেননি।

জয়দীপ বলেন, 'তিনি স্টেডিয়ামে ছিলেন। তিনি মারাত্মক হৃদরোগে আক্রান্ত হন এবং আমরা তাৎক্ষণিকভাবে তাকে আল হারামাইন হাসপাতালে নিয়ে যাই। তাকে প্রথমে সিসিইউ এবং পরে আইসিইউতে রাখা হয়। তাকে লাইফ সাপোর্টেও রাখা হয়েছিল, কিন্তু তাকে বাঁচানো যায়নি।'

ইকরাম ২০১৪ সালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেন। তার মৃত্যুতে হতবিহবল সহকর্মীরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাৎক্ষণিকভাবে শোক প্রকাশ করেছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানায়, 'সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা সমন্বয়ক ইকরাম চৌধুরী ইকরামের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোকাহত। সিলেটের একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক ইকরাম চৌধুরী ২০১৪ সাল থেকে বিসিবির নিরাপত্তা কমিটির সাথে কাজ করছিলেন। আজ দায়িত্ব পালনকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং আল হারামাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স ৫০ বছর ছিল। বিসিবি ইকরাম চৌধুরীর পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছে।'

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন