ঢাকা      বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
শিরোনাম

প্রধান উপদেষ্টার সাথে কাতারের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

IMG
23 April 2025, 8:19 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানি আজ দোহার একটি হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। বৈঠককালে তারা ব্যবসা-বাণিজ্য এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন। এর আগে, কাতারের উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আব্দুল রহমান বিন হাসান আল-থানি আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ করেন।

আজ প্রধান উপদেষ্টা ‘জোরপূর্বক বাস্তুচ্যুত লোকজনের সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ-রোহিঙ্গাদের ঘটনা’ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন। দোহার ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়াও স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার শীর্ষ সম্মেলনের ফাঁকে অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ করেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন