মওলা সুজন, নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল হওয়ায় উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী আলমগীরকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার (২৩ এপ্রিল) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।
এতে বলা হয়, ‘কাজী আলমঙ্গীর, সহ-সভাপতি, সুবর্ণচর উপজেলা বিএনপি, নোয়াখলী। আপনার বিভিন্ন অপকর্ম ও অনৈতিক এবং চারিত্রিক স্খলন জনিত কারণে জেলা বিএনপির আহ্ববায়ক কমিটি ও উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এবি এম জাকারিয়া হইতে নির্দেশিত হইয়া আপনাকে দলের প্রাথমিক সদস্য ও সকল পদ পদবী থেকে বহিষ্কার করা হইলো।’
জানা যায়, কাজী আলমগীর নিজের ফেসবুক স্টোরিতে একটি অনৈতিক আপত্তিকর ভিডিও পোস্ট করেন। বিষয়টি মূহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা উপজেলা বিএনপির দৃষ্টিগোচর হয়। ফলে তাকে বহিস্কার করা হয়।
এদিকে, ষড়যন্ত্রের শিকার হয়েছেন উল্লেখ করে কাজী আলমগীর বলেন, ‘আমার ভুল হয়েছে। আমি ফেসবুক চালাতে জানিনা। বিপক্ষের একটা গ্রুপ আমার বিরুদ্ধে লেগেছে। তারাই ষড়যন্ত্র করছে।’
সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চারিত্রিক স্খলনের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গঠনতন্ত্র ও শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডের জন্য জেলা বিএনপির আহবায়ক কমিটি এবং উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার নির্দেশক্রমে কাজী আলমগীরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com