ঢাকা      শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকতে চান ব্রুনো ফের্নান্দেস

IMG
16 May 2024, 6:38 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মৌসুম শেষ হতে না হতেই ব্রুনো ফের্নান্দেসের ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাওয়ার গুঞ্জন বইছে। কয়েকটি ক্লাব তাকে পেতে আগ্রহও দেখিয়েছে। পর্তুগিজ এই মিডফিল্ডার অবশ্য ওল্ড ট্রাফোর্ডেই থেকে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন। রেড ডেভিলদের কোচ এরিক টেন হাগও চান, ব্রুনো থেকে যাক এখানেই।

২০২০ সালে স্পোর্তিং লিসবন থেকে ম্যানইউতে নাম লিখিয়েছিলেন ব্রুনো। ইংলিশ দলটির সঙ্গে আরো দুই বছরের চুক্তি বাকি আছে এখনো। এরই মধ্যে গুঞ্জন শোনা যায়, বায়ার্ন মিউনিখ এবং ইন্টার মিলান তাকে দলে নিতে আগ্রহী। চলতি মৌসুমে ৪৬ ম্যাচে ১৫ গোল ও ১২ অ্যাসিস্ট করেছেন ফের্নান্দেস।

গত রাতে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানইউ। এই ম্যাচের পরই ব্রুনো জানিয়েছেন নিজের সিদ্ধান্তের বিষয়টি, ‘যদি তারা (ম্যানইউ) আমাকে চায় তাহলে আমি থাকব। আমি এখানে থাকব যতক্ষণ না, ক্লাবের আমাকে চাইতে হবে। আমার মনে হয়েছে, ভবিষ্যতের অংশ হিসেবে ক্লাব আমাকে চায়। তাই সব সময় আমি বলেছি, এমন খেলোয়াড় হতে চাই না যাকে ক্লাব চায় না।’

চলতি মৌসুমে সেরা ছন্দে নেই ম্যানইউ। লিগে হেরেছে ১৪টি ম্যাচে। ৫৭ পয়েন্ট নিয়ে রেড ডেভিলরা আছে অষ্টম অবস্থানে। দলটির কোচ এরিক টেন হাগের চাওয়া ব্রুনো এখানেই থেকে যাক, ‘অবশ্যই ক্লাব চায় ব্রুনো থাকুক।

এখানে কোনো প্রশ্ন নেই। সে সব সময় সেরাটা দেয়। এমনকি ইনজুরি নিয়ে খেললেও। সে সবার জন্য উদাহরণ।’

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন