ঢাকা      শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

গাছের সঙ্গে বাসের ধাক্কা, প্রাণ গেল ৫ জনের

IMG
17 May 2024, 10:08 AM

শাকিল মোল্লা, কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে গাছের সঙ্গে বাসের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ শুক্রবার (১৭ মে) ভোরে উপজেলার বসন্তপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকা থেকে চট্টগ্রামগামী রিলাক্স পরিবহন নিয়ন্ত্রণ হারালে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ বিপ্লব কুমার নাথ বাংলাদেশ গ্লোবালকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করি। তাদের ফায়ার সার্ভিসের গাড়িতে করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গাড়ির ভেতর থেকে নিহত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।"

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন