ঢাকা      সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১
শিরোনাম

সূচক কমলেও লেনদেন বেড়েছে ২৯ শতাংশ

IMG
17 May 2024, 5:18 AM

বিজনেস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক কমলেও লেনদেন বেড়েছে ২৮ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে এবং লেনদেন বেড়েছে।

গতকাল ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৭ পয়েন্টে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৫২৭ পয়েন্ট। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ গতকাল দিন শেষে ৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে ছিল ২ হাজার ৯৭৮ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস দিন শেষে সামান্য কমে দাঁড়িয়েছে ১ হাজার ২১২ পয়েন্টে।

গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বীকন ফার্মাসিউটিক্যালস, ইস্টার্ন ব্যাংক, রেনাটা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি), মার্কেন্টাইল ব্যাংক, বেস্ট হোল্ডিংস ও গ্রামীণফোনের শেয়ারের।

ডিএসইতে গতকাল মোট লেনদেন হয়েছে ৬৭৮ কোটি টাকা, আগের কার্যদিবসে যা ছিল ৫২৬ কোটি টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১২২টির, কমেছে ২১৫টির আর অপরিবর্তিত ছিল ৫৭টি সিকিউরিটিজের বাজার দর।

গতকাল ডিএসইর মোট লেনদেনের ২৩ দশমিক ৯ শতাংশ দখলে নিয়ে শীর্ষে ছিল ওষুধ খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ দশমিক ৬ শতাংশ দখলে ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাতের। ১১ দশমিক ৩ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে ছিল বস্ত্র খাত। মোট লেনদেনের ৮ দশমিক ২ শতাংশের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল তথ্যপ্রযুক্তি খাত। আর মিউচুয়াল ফান্ডের দখলে ছিল লেনদেনের ৬ দশমিক ৬ শতাংশ।

ডিএসইতে গতকাল ইতিবাচক রিটার্নে ছিল জীবন বীমা, সিমেন্ট ও তথ্যপ্রযুক্তি খাত। আলোচ্য খাতগুলোয় ইতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে ১ দশমিক ৮, দশমিক ও দশমিক ৫ শতাংশ। অন্যদিকে নেতিবাচক রিটার্নে ছিল পাট, আর্থিক প্রতিষ্ঠান ও সেবা খাত। এ তিন খাতে নেতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে ২ দশমিক ৭, ১ দশমিক ৭ ও ১ দশমিক ৪ শতাংশ।

অন্যদিকে সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৩২ পয়েন্ট কমে ৯ হাজার ৬৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৯ হাজার ৬৭০ পয়েন্ট। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ৫৪ পয়েন্ট কমে ১৬ হাজার ৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৬ হাজার ৬০ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৬৩টির আর অপরিবর্তিত ছিল ২৫টির বাজার দর। গতকাল সিএসইতে ৫৯ কোটি ৬৮ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৩ কোটি ৬০ লাখ টাকা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন