ঢাকা      সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১
শিরোনাম

মার্কিন পুলিশের বর্বরতায় বিব্রত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান

IMG
01 May 2024, 1:36 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরাইলের বিরুদ্ধে ছড়িয়ে পড়া বিক্ষোভের ওপর মার্কিন পুলিশের বর্বরতায় বিব্রত হয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। এদিকে, মঙ্গলবার আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আরো শিক্ষার্থীদের আটক করা হয়েছে। গত ১৮ এপ্রিল থেকে আমেরিকার বহু বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরাইলের বিরুদ্ধে ব্যাপকভাবে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা তাবু দিয়ে ক্যাম্প প্রতিষ্ঠা করে বিক্ষোভ করছেন। এসব বিক্ষোভে শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষকরা অংশ নিচ্ছেন।

কিন্তু মার্কিন সরকার এই বিক্ষোভ অনুষ্ঠানের ঘটনাকে পছন্দ করছে না। এ কারণে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে এসব বিক্ষোভ বানচালের চেষ্টা করছে। এর অংশ হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুলিশ ডাকা হয়েছে এবং তারা বিক্ষোকারীদের ওপর ধরপাকড় চালাচ্ছে। গত দুই সপ্তাহে আমেরিকা জুড়ে অন্তত ৯০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

বিক্ষোভকারীদের মূল দাবি হচ্ছে- বিশ্ববিদ্যালয়গুলোকে ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। গত বছরের অক্টোবরের শুরু থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় ইসরাইল সরকার ৩৪ হাজার ৫০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা অসামঞ্জস্যপূর্ণ কিছু পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, "এটা স্পষ্ট যে, মতপ্রকাশের স্বাধীনতার বৈধ অধিকারগুলোকে সহিংসতা ও ঘৃণার প্ররোচনার সাথে মিলিয়ে ফেলা যাবে না।"

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন