ঢাকা      শনিবার, ১৫ জুন ২০২৪, ১ আষাঢ় ১৪৩১
শিরোনাম

ময়মনসিংহে উদ্ধার হওয়া ৩ মরদেহের পরিচয় শনাক্ত

IMG
22 May 2024, 12:57 PM

ময়মনসিংহ, বাংলাদেশ গ্লোবাল: ময়মনসিংহের ত্রিশালে উদ্ধার হওয়া তিন মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন, আমেনা খাতুন (২৫) এবং তার দুই ছেলে আবু বক্কর সিদ্দিক (৪) ও আনাস (২)।

নিহতরা রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামের আলী হোসেনের স্ত্রী-সন্তান। নিহত আমেনা উপজেলার সাখুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের মো.আবদুল খালেকের মেয়ে।

আজ বুধবার সকালে ত্রিশাল থানার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে। এ ঘটনায় রাতেই আমেনা খাতুনের মা বাদী হয়ে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, ছয় বছর আগে মামাতো ভাই আলী হোসেনের সাথে বিয়ে হয় আমেনা খাতুনের । আলী হোসেন উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামের মো.আবদুল হামিদের ছেলে।

অলস প্রকৃতির আলী হোসেন কোন কাজকর্ম করতেন না। আমেনা খাতুন মানুষের বাসা বাড়িতে গৃহকর্মীর কাজ করে সংসার চালাতেন। সম্প্রতি এনজিও থেকে টাকা তুলেন আমেনা খাতুন। এনজিওর কিস্তির টাকা দেওয়া নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। গত ১৬ মে এনজিওর কিস্তির টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে ওই দিনই স্ত্রী আমেনাকে ঢাকায় কাজ দেওয়ার কথা বলে দুই ছেলেসহ বাড়ী থেকে বেরিয়ে যান আলী হোসেন। এরপর থেকে আলী হোসেন ও আমেনা খাতুনের মোবাইল ফোন বন্ধ ছিলো।

পুলিশের ধারণা, ঢাকায় নেওয়ার কথা বলে আলী হোসেন তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্ত্রী-সন্তানদের হত্যার করে বাড়ি পাশে নির্জনস্থানে মাটিতে গর্ত করে লাশ পুঁতে রাখেন।

ঘটনার ছয়দিন পর শেয়ালে গর্ত থেকে একটি শিশুর মরদেহ টেনে বের করে নিয়ে আসলে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। তারা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর বলেন, ‘তিনজনকে হত্যার ঘটনায় নিহত আমেনার মা হামিদা খাতুন বাদী হয়ে মামলা করেছেন। ঘটনার পর থেকে আলী হোসেন পলাতক রয়েছেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন