ঢাকা      রবিবার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১
শিরোনাম

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে মেহেরপুরে শোক পালন (ভিডিও)

IMG
23 May 2024, 4:47 PM

মেহেরপুর, বাংলাদেশ গ্লোবাল: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় মুসলিম বিশ্বে শোকের ছায়া বিরাজ করছে। আজ বৃহস্পতিবার সারা দেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী দেশের সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধাত্ত বাস্তবায়নে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়সহ জেলার সব সরকারি বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানেন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এছাড়াও নিহতদের বিদেহ আত্মার মাগফিরাত কামনায় মসজিদে মসজিদে দো’আ এবং অন্যান্য ধর্মীয় উপসানলয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করার নির্দেশনা দিয়েছে সরকার।

প্রসঙ্গত, গত ১৯ মে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের মহামান্য রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং অন্যদের মৃত্যু হয়।




বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন