ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

কেরালায় ওয়েনাড় ও উত্তরপ্রদেশের রায়বরেলিতে জয়ী রাহুল গান্ধী

IMG
04 June 2024, 8:06 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইতিমধ্যে ভারতের কেরালায় ওয়েনাড়- এ নিশ্চিত জয় লাভ করেছেন রাহুল গান্ধী। এবাং উত্তরপ্রদেশের রায়বরেলিতেও জয় ছিনিয়ে নিয়েছেন তিনি । লোকসভা ভোটের আগে রাজ্যসভায় গিয়েছেন সনিয়া। কংগ্রেসের তরফে জানানো হয়, লোকসভা ভোটে আর লড়াই করবেন না তিনি। তার পরেই ওই আসনে লড়াই করেন রাহুল।

যদিও এখনও পর্যন্ত উত্তর প্রদেশের রায়বরেলি আসনের জয় আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি কমিশন। তবে রাহুল দাবি করেছেন তিনি রায়বরেলিতেও জয় পেয়েছেন। ৩ লাখ ৬৪ হাজার৪২২ ভোটের ব্যবধানে জিতেছেন তিনি। কেরালার ওয়ানাড়ে বাম প্রার্থী অ্যানি রাজার থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ওয়ানাড়ে তাঁর প্রাপ্ত ভোট ৬ লাখ ৪৭ হাজার ৪৪৫। অ্যানি রাজার চেয়ে তিনি ৩ লাখ ৬৪ হাজার ৪২২ ভোটে জয় পেয়েছেন।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে ২০১৯-এর চেয়েও ভালো ফল। কারণ সেবার দুই আসনে লড়ে একটি আসনে হেরে গিয়েছিলেন রাহুল। এবার এক নয় বরং দুই জয়ের মুকুট মাথায় পরলেন তিনি। ওয়েনাড়ের পর রায়বরেলিতে জয়। রাহুলকে মেসেজ করে অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আনুষ্ঠানিক ঘোষণা না হলেও রায়বরেলিতে জয় পেয়েছেন রাহুল গান্ধী, একথা নিশ্চিত। গান্ধী পরিবারের খাসতালুক উত্তর প্রদেশের রায়বরেলিতে নিজের 'শক্তি' বোঝাতেন সক্ষম হয়েছেন রাহুল। সেখানে বিরোধী প্রার্থীর থেকে তিনি জিতেছেন কয়েক লাখ ভোটের ব্যবধানের। উত্তর প্রদেশের রায়বরেলিতে রাহুলের বিরুদ্ধে লড়েছেন বিজেপির দীনেশপ্রতাপ সিং ও বহুজন সমাজ পার্টির ঠাকুর প্রসাদ যাদব।

উল্লেখ্য, দু'টি আসনে জয় পেলে কোনও প্রার্থীকে একটি আসনকেই বেছে নিতে হয় সংসদে পা রাখার জন্য। এক্ষেত্রে কোন আসনটিকে তিনি বাছবেন তা এখনই স্পষ্ট করেননি রাহুল। জানিয়েছেন, দুই আসনই তাঁর প্রিয়। এই বিষয়ে পরে সিদ্ধান্ত নেবেন।

ভোট ঘোষণা হওয়ার পর থেকেই রাহুল গান্ধীর ওয়েনাড় ও রায়বরেলিতে প্রার্থী হওয়া নিয়ে কম কটাক্ষ করেনি বিজেপি। দুই জায়গায় প্রার্থী হওয়া নিয়ে তাঁকে লাগাতার আক্রমণ শানিয়েছে বিজেপি। তারই যেন যোগ্য 'জবাব' দিলেন রাহুল। কেরালার সাংসদ রাহুল যে ওয়েনাড় থেকে প্রার্থী হবেন তা একপ্রকার নিশ্চিত ছিল। কিন্তু অসুস্থ সোনিয়া গান্ধীর ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া রায়বরেলিতে গান্ধী পরিবারের কাউকে চাইছিল দল। প্রথমে অনেকেই ভেবেছিলেন প্রিয়াঙ্কা এই আসনে প্রার্থী হতে পারেন। কিন্তু প্রিয়াঙ্কা নিজেই সেই জল্পনায় জল ঢালেন। শেষ পর্যন্ত মর্যাদারক্ষার লড়াইয়ে ময়দানে নামেন রাহুলই। প্রার্থী হন এই আসন থেকেও।

দাদা রাহুলের হয়ে প্রচার ঝড় তুলেছিলেন বোন প্রিয়াঙ্কা। ঘাঁটি গেড়ে লাগাতার প্রচার, জনসভা করে গিয়েছেন একের পর এক। অন্যদিকে রাহুলকে আক্রমণ করে মোদী বলেছিলেন, ওয়েনাড়ের মানুষ প্রত্যাখ্য়ান করবেন রাহুল গান্ধীকে। তাই তাঁকে অন্য একটি আসন বেছে নিতেই হত। সেই কারণে তিনি রায়বরেলিকে বেছে নিয়েছেন আশঙ্কা থেকে।' প্রার্থী হওয়ার পর রাহুল সেই আসন থেকেও হারবেন বলে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী। শুধু মোদীই নন একাধিক বিজেপি নেতাও রাহুলকে আক্রমণে তাঁর সুরেই সুর মিলিয়েছেন। শাসক দলের নেতাদের আক্রমণের মুখে 'ছাই' দিয়ে নিজের 'জাত' চিনিয়েছেন রাহুল। ওয়েনাড় হাতের মুঠোয় এসেছিল কিছু সময় আগেই। এবার রায়বরেলিও হাতের মুঠোয় এল। (সূত্র- EiSamay)



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন