ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

তৃতীয়বারের জন্য এনডিএতে আস্থা, 'জনতা জনার্দন'কে ধন্যবাদ মোদির

IMG
04 June 2024, 11:40 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: প্রচারে নরেন্দ্র মোদিসহ গেরুয়া শিবিরের নেতারা বারবার বলেছিলেন, 'আবকি বার ৪০০ পার'। ভোট গণনার প্রায় ১২ ঘন্টার মাথায় দেখা যাচ্ছে, ভারতে এনডিএ জোট এগিয়ে ১২০ আসনে। অন্যদিকে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে দাঁড়িয়ে বিজেপি। ২৪০ আসনে এগিয়ে গেরুয়া শিবির। তবে ৪০০ পার না হলেও তৃতীয়বারের জন্য এনডিএ জোট সরকার গড়তে চলেছে তা স্পষ্ট।

মঙ্গলবার সন্ধ্যায় সেটা আরও একটু পরিষ্কার হতেই সমাজমাধ্যমে বার্তা দিলেন নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি তৃতীয়বারের জন্য এনডিএ'তে আস্থা রাখার জন্য জনতা জনার্দনকে ধন্যবাদ জানিয়েছেন। তৃতীয়বারের জন্য এই জয়কে ঐতিহাসিক মুহূর্ত বলেও উল্লেখ করেছেন।

সকলকে ধন্যবাদ জানিয়ে নরেন্দ্র মোদি লিখেছেন, গত ১০ বছর ধরে ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য যেভাবে ভালো কাজ করে চলেছে, তা ভবিষ্যতেও করতে থাকবে। কর্মীদের কঠোর পরিশ্রমের জন্যও স্যালুট জানিয়েছেন তিনি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন