ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

নতুন সরকার গঠনের অঙ্ক মেলাতে বৈঠক আজ, মোদির শপথ কবে?

IMG
05 June 2024, 10:46 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতে লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। লোকসভায় এখনও সর্ববৃহৎ দল বিজেপি। তবে একক সংখ্যাগরিষ্ঠতা আর নেই তাদের কাছে। এই আবহে আগামী পাঁচ বছর স্থিতিশীল সরকার চালাতে গেলে নরেন্দ্র মোদিকে শরিকদের ওপর নির্ভরশীল থাকতে হবে। এহেন পরিস্থিতিতে আজ বৈঠকে বসবে মোদির মন্ত্রিসভা।

ভোটের ফল প্রকাশিত হতেই চিত্রটা স্পষ্ট হয়ে গিয়েছে। ২০১৪ এবং ২০১৯ সালের মতো এবার আর একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। তবে লোকসভায় এখনও তারাই সর্ববৃহৎ দল। তাছাড়া জোটসঙ্গীদের নিয়ে ২৭২-এর ম্যাজিক ফিগার অনায়াসে পার করেছে গেরুয়া শিবির। এই আবহে বিজেপি সরকার গঠনের দাবি জানাতে চলেছে।

এনডিএ শরিক জেডিইউ এবং টিডিপি-কে ইন্ডিয়া জোটে আনার চেষ্টা চলছে বলে দাবি করা হয়েছে বিভিন্ন রিপোর্টে। এরই মাঝে আবার টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুকে ফোন করে কথা বলেছেন খোদ নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। এই সবের মাঝেই আজ বুধবার থেকে পরবর্তী সরকার গঠনের তোড়জোড় শুরু করতে চলেছে বিজেপি। এই আবহে আজ মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে।

আজ মন্ত্রিসভার বৈঠক ডেকে ১৭তম লোকসভাকে ভেঙে দেওয়া হবে বলে জানা গেছে। আজ ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী এই সংক্রান্ত ক্যাবিনেট নোট পাঠাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। সেই প্রস্তাব পেয়ে সপ্তদশ লোকসভা ভেঙে দেবেন রাষ্ট্রপতি। এরপর নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অষ্টাদশ লোকসভায় নির্বাচিত সাংসদদের পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হবে। এরপর নতুন লোকসভা গঠনের প্রক্রিয়া শুরু হবে।

রীতি অনুযায়ী, রাষ্ট্রপতি সর্ববৃহৎ ভোট পূর্ববর্তী জোটকে সরকার গঠনের আহ্বান জানাবেন। এই ক্ষেত্রে ২৯২টি আসন জেতা এনডিএ-কে সেই আমন্ত্রণ জানাবেন রাষ্ট্রপতি। এরপর লোকসভায় এনডিএ-কে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। এই সবের মাঝে ইন্ডিয়া জোট এনডিএ-তে ভাঙন ধরানোর চেষ্টা করতে পারে বলে ইঙ্গিত মিলেছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের গলায়।

একদিকে আজ যখন ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসবেন, সেখানে এনডিএ-র বৈঠকও ডাকা হয়েছে আজ। এই সবের মাঝেই রিপোর্টে আবার দাবি করা হচ্ছে, আগামী ৯ জুনই শপথগ্রহণ করতে পারেন নরেন্দ্র মোদি। জানা গেছে, আজ থেকে ৯ তারিখ পর্যন্ত সর্বসাধারণের জন্য রাষ্ট্রপতি ভবন বন্ধ করে দেওয়া হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন