ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

ভারতে কারা গড়বে সরকার? চাবিকাঠি নীতিশ-চন্দ্রবাবুর হাতে

IMG
05 June 2024, 12:23 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: একক ভাবে ভারতের বৃহত্তম দল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বিজেপি। বৃহত্তম দল হলেও আসনের নিরিখে ম্যাজিক ফিগার পার করতে পারেনি দলটি। লোকসভা নির্বাচনে ৪০০ আসন জেতার ডাক দিলেও মাত্র ২৪০ আসনে জয় পেয়েছে তারা। তাই নতুন সরকার গঠনের জন্য এনডিএ-র বাকি শরিকদের ওপর নির্ভর করতে হবে মোদি সরকারের।

ভারতের লোকসভায় মোট আসন ৫৪৩টি। সরকার গঠনের ম্যাজিক ফিগার ২৭২। বিজেপি ২৪০টি আসনে জিতেছে। অর্থাৎ, সরকার গড়তে বিজেপির প্রয়োজন আরও ৩২ জন সাংসদের সমর্থন। এক্ষেত্রে সরকার গঠনে অন্যতম নিয়ন্ত্রক ভূমিকা নিতে পারেন তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু আর জনতা দল ইউনাইটেডের নীতিশ কুমার।

জানা যায়, এবারের লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশে ১৬টি আসন জিতেছে চন্দ্রবাবুর তেলেগু দেশম পার্টি। আর নীতিশের জনতা দল ইউনাইটেডের হাতে আছে ১২ জন সাংসদ। ফলে এই দুই নেতা ইন্ডি জোট বা এনডিএ-র মধ্যে যে দিকে যাবেন সরকার গড়ার পথে বেশ কয়েক ধাপ এগিয়ে যাবে তারা।

সূত্রের খবর, নীতিশ-চন্দ্রবাবুকে নিজেদের দিকে টানতে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে ইন্ডি জোট। এবারের নির্বাচনে ইন্ডি জোট টি আসন পেয়েছে। ফলে নীতিশ-চন্দ্রবাবুকে জোটে টানলে সরকার গড়ার দিকে অনেকটাই এগিয়ে যাবে তারা। আর তাই নীতিশকে দেওয়া হয়েছে উপ-প্রধানমন্ত্রিত্বের প্রস্তাব।

চন্দ্রবাবুকে বলা হয়েছে, ইন্ডি জোট সরকার গড়লে অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়া হবে। এদিকে ইন্ডি জোট ময়দানে নামতেই পাল্টা জোটসঙ্গীদের দিল্লিতে ডেকে পাঠিয়েছে এনডিএ-র প্রধান দল বিজেপি। চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ফোনে কথা বলেছেন মোদী। আর নীতিশ কুমার, চিরাগ পাসওয়ান, জিতনরাম মাঝির সঙ্গে কথা বলেছেন শাহ।

এই পরিস্থিতিতে আজ দিল্লিতে বৈঠকে বসছে এনডিএ এবং ইন্ডিয়া। সেখানেই পরবর্তী রণকৌশল ঠিক করবে তারা। এবারের লোকসভা ভোটে ৫৪৩টি আসনের মধ্যে ২৪০টি আসন পেয়েছে বিজেপি, ৯৯টি আসন পেয়েছে কংগ্রেস। অখিলেশের সমাজবাদী পার্টি পেয়েছে ৩৭টি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল পেয়েছে ২৯টি আসন।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন