ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

বাজেটে যেসব পণ্যে দাম বাড়ছে

IMG
06 June 2024, 7:22 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা হলো। এটি দেশের ৫৩তম ও আওয়ামী লীগ সরকারের ২৫তম বাজেট। গতবারের তুলনায় ৩৬ হাজার কোটি টাকা বেশি ধরা হয়েছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে। এবারের বাজেটে বেশ কিছু পণ্যের আমদানিতে শুল্ক বাড়ানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন।

আমদানিতে শুল্ক বৃুদ্ধর কারণে প্রেস্তাবিত বাজেটে যেসব পণ্যে দাম বাড়ছে-

 বিড়ি-সিগারেট-জর্দা,
 মোবাইল সিম, কলরেট, ইন্টারনেট ও এসএমএস রেট,
 কোমল পানীয়,
 এয়ারকন্ডিশনার- রেফ্রিজারেটর,
 কাজু বাদাম,
 আইসক্রিম,
 পানির ফিল্টার,
 এলআরপিসি তার,
 এলইডি বাল্ব,
 সিএনজি কনভার্সন,
 এমিউজমেন্ট পার্ক- থিম পার্ক,
 জেনারেটর,
 ম্যাকরেল মাছ এবং
 ইটসহ ৩৩ টি নির্মাণ সামগ্রীর খরচ ( অপরিশোধিত ভোজ্যতেল, টিউব লিসেনিং জেল, কৃত্রিম কোরান্ডাম, অ্যালুমিনিয়াম অক্সাইড, প্যাট চিপস উৎপাদনে ব্যবহৃত ইথাইলিন গ্লাইকল, পানির মোটর উৎপাদনকারী অ্যালুমিনিয়াম ইনগট, ফ্লোরোসেন্ট বাতির যন্ত্রাংশ, কাচ, প্লাস্টিক, এলইডি টেলিভিশন উৎপাদনে ব্যবহৃত এলইডি বাল্ব, বাতি উৎপাদনে ব্যবহৃত অ্যালুমিনিয়াম অ্যালয় প্রভৃতি।)






বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন