ঢাকা      শনিবার, ২৯ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

মহা সমীকরণের ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ

IMG
25 June 2024, 6:37 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ফিল্ডিং করছে বাংলাদেশ। মঙ্গলবার (২৫ জুন) সেন্ট ভিনসেন্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান।

সেমিফাইনালে যেতে কঠিন সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে। পরে ব্যাট করায় ১৩ ওভারের মধ্যে জয় পেতে হবে টাইগারদের। তা হলে শেষ চার নিশ্চিত করবে নাজমুল হাসান শান্তর দল।

১৩ ওভারের মধ্যে জয় পেতে ব্যর্থ হলে সেমিফাইনালে যাবে অস্ট্রেলিয়া। আর জিতলেই শেষ চার নিশ্চিত হবে আফগানদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ ও সৌম্য সরকার। আর বাদ পড়েছেন জাকের আলি অনিক ও মেহেদী হাসান।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, গুলবদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নানগায়াল খারোতি, নুর আহমেদ, নাভিন-উল-হক, ফজল হক ফারুকি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন