ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

বাংলাদেশের সার্বিক উন্নয়নে নদী ভাঙন বোধের বিকল্প নেই: জাহিদ ফারুক

IMG
02 June 2024, 3:13 PM

এসআই মিলন, গাইবান্ধা: পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, নদীমাতৃক বাংলাদেশের সার্বিক উন্নয়নে নদী শাসন-প্রতিরক্ষা বাঁধ তৈরির মাধ্যমে ভাঙন রোধের কোন বিকল্প নেই। কারণ ভাঙন রোধ করতে না পারলে আমাদের কৃষি উৎপাদন ক্রমশ কমে যাবে। এতে দেশের অর্থনীতিতে পড়বে বিরুপ প্রভাব।

আজ রোববার দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হরিচন্ডী, সন্নাসীর চর, আনন্দবাড়ী, পশ্চিম আলগার চর ও জিগাবাড়ী এলাকার সার্বিক উন্নয়ন ও নদীভাঙ্গন রোধকল্পে জিগাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নদীমাতৃক বাংলাদেশে ছোট-বড় ৪ থেকে ৫শ টি নদী আছে। কৃষি প্রধান এদেশের সার্বিক উন্নয়নে আমাদের নদীগুলোকে শাসন করতে হবে। প্রতিরক্ষা বাঁধ তৈরী করে নদীগুলোর পাশে যে সব গ্রাম ও শহর আছে সেগুলোকে রক্ষা করতে হবে।

পাশাপাশি ফুলছড়িবাসী তথা আপনাদেরও রক্ষা করতে হবে। এটা আমাদের দায়িত্ব। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যেই সরেজমিন আপনাদের অত্র এলাকা পরিদর্শনে এসেছি।

তিনি আরো বলেন, আমি হেলিকপ্টারে এলাকাটি পরিদর্শন করেছি এবং বুঝতে পেরেছি এখানে বাঁধ নির্মাণ প্রয়োজন। আপনাদের দীর্ঘদিনের দাবি পূরণে প্রয়োজনীয় সমীক্ষা কার্যক্রম শেষে শীঘ্রই এখানে প্রতিরক্ষা বাঁধ তৈরী করা হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আ.ল.ম বজলুর রশীদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা, পুলিশ সুপার কামাল হোসেন ও জেলা উপজেলার আওয়ামীলীগ নেতা-কর্মীরাসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ১১ টার দিকে ঢাকা থেকে আকাশপথে হেলিকপ্টার যোগে ফুলছড়ির জিগাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছান প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।






বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন