ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

অরুণাচল বিধানসভায় বিজেপির বাজিমাত

IMG
02 June 2024, 6:14 PM

আন্তর্জাতিক ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগেই প্রকাশিত হয়েছে অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ফল। এতে বাজিমাত করেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি। অরুণাচল বিধানসভার ৫০ টি আসনের মধ্যে ৪৬টি আসনে জয় পেয়েছে বিজেপি। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, অরুণাচল বিধানসভার ৬০ টি আসনের মধ্যে ৫০টি আসনের ভোট গণনা হয়েছে। এতে ৪৬টি আসনে জয় পেয়েছে বিজেপি। এছাড়া ১০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে ১০ জন বিজপিপ্রার্থী। অন্যদিকে, বিজেপির প্রতিদ্বন্দ্বী কনরাড সংমাস ন্যাশনাল পিপলস পার্টি পেয়েছে ৫ টি আসন।

অন্যদিকে, সিকিমে ক্ষমতায় এসেছে সিকিম ক্রান্তিকারী মোর্চা (এসকেএম)। এ নিয়ে টানা দ্বিতীয়বার ক্ষমতায় তারা। ৩২ আসনের মধ্যে ৩১টি আসন পেয়েছে দলটি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, অরুণাচল প্রদেশে জেতার জন্য ৩১টি আসনের দরকার ছিল। বিজেপি সেই সংখ্যা পেরিয়ে গেছে। তাই তাদের নতুন করে অন্য কারো সঙ্গে জোট করতে হবেনা।

অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর এক এক্স (সাবেক টুইটার) পোস্টে মোদি লিখেছেন, ‘ধন্যবাদ অরুণাচল প্রদেশ। এই রাজ্যে উন্নয়নের পক্ষে মানুষ রায় দিয়েছে। আবার বিজেপির পক্ষে রায় দেয়ার জন্য আমার কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি। আমাদের দল আরও নতুন উৎসাহ নিয়ে রাজ্যের উন্নতিতে কাজ করে যাবে।’

এদিকে, লোকসভা নির্বাচনের পর বুথফেরত জরিপে এগিয়ে রয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। দেশটির শীর্ষস্থানীয় ৮টি সমীক্ষা সংস্থার প্রকাশিত বুথফেরত জরিপের আভাস বলছে, তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদির নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স-এনডিএ জোট ক্ষমতায় বসছে। তবে, এই জরিপকে প্রত্যাখ্যান করেছেন আম আদমি পার্টির বিধায়ক সোমনাথ ভারতী।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন