ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

‘পশ্চিমবঙ্গেও বেশি আসন পাচ্ছে বিজেপি’, বুথফেরত সমীক্ষা নিয়ে কী বলছেন মমতা

IMG
03 June 2024, 12:51 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষে সবার নজর এখন ফলাফলে। তবে শনিবার (১ জুন) সপ্তম এবং শেষ দফার ভোটের পর একে একে সামনে আসতে থাকে ‘বুথফেরত সমীক্ষা’। যা নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে।

বিভিন্ন সংস্থার অধিকাংশ বুথফেরত সমীক্ষা বলছে, টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। আর তিনশর বেশি আসন পেতে যাচ্ছে তার দল বিজেপি। এমনকি পশ্চিমবঙ্গের অধিকাংশ আসন জিতবে তারা।

তবে বুথফেরত এসব সমীক্ষাকে উড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি। বুথফেরত সমীক্ষাকে ‘ফেক’ বা ভুয়া বলে অভিহিত করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ‘টিভি নাইন’কে দেয়া সাক্ষাৎকারে মমতা বলেন, ‘আমাদের রাজ্য নিয়ে (বুথফেরত জরীপে) যেটা দেখাচ্ছে, তাকে আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না। এটা একেবারে ফেক।’

একইসঙ্গে তৃণমূল কর্মীদের শক্ত থাকার আহ্বান জানান তিনি। বলেন, ‘গণনা ভাল করে করতে হবে। যা দেখিয়েছে সংবাদমাধ্যম, তার দ্বিগুণ পাব। প্রত্যেকটা আসন আমরা জিতব।’

তবে কত আসন পেতে পারে তৃণমূল সেই সংখ্যা উল্লেখ করতে চাননি মমতা। বলেছেন, ‘একটা কথা আপনাদের বলতে পারি, আমরা যেভাবে মাঠে-ময়দানে নেমে কাজ করেছি, লোকের চোখ দেখেছি, তাতে আমার কখনও মনে হয়নি, মানুষ আমাদের ভোট দেবেন না।’

২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল ২২টি। ১৮টি আসনে জিতে চমক দেখিয়েছিল বিজেপি। আর কংগ্রেস ২টি আসনে জিতলেও বাম দল খাতায় খুলতে পারেনি।

এবারের ফলাফলে তৃণমূলকে বিজেপি ছাপিয়ে যেতে পারে বলে আভাস দিচ্ছে অনেক বুথফেরত সমীক্ষা। এবিপি আনন্দ ও সি-ভোটার এর সমীক্ষা বলেছে, এবার পশ্চিমবঙ্গে বিজেপি ২৩ থেকে ২৭টি আসন পেতে পারে। তৃণমূল ১৩ থেকে ১৭টি এবং বাম-কংগ্রেস জোট ১ থেকে ৩টি আসন পেতে পারে।

ইন্ডিয়া টুডে ও এক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী, ২৬ থেকে ৩১টি আসন পেতে পারে বিজেপি। তৃণমূল ১১ থেকে ১৪টি এবং বাম-কংগ্রেস জোট শূন্য থেকে ২টি আসনে জিততে পারে।

নিউজ টুডে’জ ও চাণক্যর সমীক্ষা বলছে, বিজেপি ২৪টি, তৃণমূল ১৭ এবং বাম-কংগ্রেস জোট পেতে পারে ১টি আসন।

লোকসভা নির্বাচনের প্রচারে মমতা বার বার বিজেপির সঙ্গে একই কাতারে দাঁড় করিয়েছে কংগ্রেস এবং সিপিএমকে। তার দাবি, পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং সিপিএম বিজেপির হয়ে কাজ করছে।

‘ইন্ডিয়া’ জোট ক্ষমতায় এলে কী করবে তৃণমূল? এই প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘আমরা যাব। সে রকম পরিস্থিতি এলে নিশ্চয়ই কথা বলব। আমাদের কোনও অসুবিধা নেই।’

তবে বিরোধীরা ক্ষমতায় এলে মমতার দল কী বাইরে থেকে সমর্থন করবে, না কি সরকারে অংশ নেবে, এই প্রশ্নের জবাবে তৃণমূল নেত্রী বলেন, ‘আমি আগে ফল দেখব। তারপর হিসাব করব। আমাদেরও একটা অঙ্ক আছে। আমরা চেষ্টা করব, আরও আঞ্চলিক দল যেন আমাদের সঙ্গে আসে। এর মধ্যে মোদীজিকে যারা জিতিয়ে দিচ্ছেন, তাদেরও বলে দিই, এ বার কিন্তু অত সহজ অঙ্কে, অত সহজে পার পাওয়া যাবে না। এই সরকার আদৌ কত দিন চলবে, সন্দেহ আছে।’

ভারতের লোকসভায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতার জন্য একটি দলের ২৭২টি আসন প্রয়োজন। ২০১৯ সালের নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে এনডিএ জোট জিতেছিল ৩৫৩টি আসন। এবার দুটি পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এনডিটিভি জানিয়েছে, লোকসভার ৩৫০টিরও বেশি আসন জিততে পারে এনডিএ জোট



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন