ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

কুমিল্লায় বিএনপির দু'গ্রুপের সংঘর্ষ, তিনজন গুলিবিদ্ধসহ আহত ৫

IMG
03 June 2024, 1:42 PM

শাকিল মোল্লা, কুমিল্লা: কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ৫ জন আহত হয়েছেন। এর মধ্যে তিন জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ১১ টায় শহরের লাকসাম রোডের রামঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে ২২নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক ফখরুল আহম্মদ তুহিন ও ইমন সহ ১০/১২ জন ছাত্রদল ও যুবদলের সদস্য চা খাওয়ার সময় তাদের উপর হামলা চালানো হয়। এসময় অতর্কিতভাবে ককটেল বিস্ফোরণসহ শটগানের গুলি ছোড়া হয়। এতে ২২নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক ফখরুল আহম্মদ তুহিন, অনন্ত দেবনাথ, জাকির হোসেন, স্বপন রবি দাস, ইলিয়াছ হোসেন ইমন আহত হয়।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন শিবলু, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মহিউদ্দিন, নয়ন, রেজোয়ান সহ ১০/১২ জন এ হামলা চালায় বলে জানা যায়।

এদিকে আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন শিবলুএ ঘটনা অস্বীকার করে বলেন, তিনি তার সমর্থিত কেউ এ ঘটনার সাথে জড়িত নয়।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন