ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

নিখোঁজ শিক্ষার্থীর বস্তাব‌ন্দি দ্বিখ‌ণ্ডিত মরদেহ উদ্ধার

IMG
03 June 2024, 7:30 PM

টাঙ্গাইল, বাংলাদেশ গ্লোবাল: টাঙ্গাইলের ভূঞাপুরে মাদরাসার শিক্ষার্থী নিখোঁজের ৯ দিন পর মরদেহ উদ্ধার করেছে থানা-পু‌লিশ। আজ সোমবার (৩ মে) সকালে গো‌বিন্দাসী ইউনিয়নে চিতু‌লিয়াপূর্বপাড়া এলাকার এক‌টি ধান‌ খেত থেকে বস্তাব‌ন্দি দ্বিখণ্ডিত ওই শিক্ষার্থীর মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধার করা ওই শিক্ষার্থী নাম নও‌শীন ইসলাম শ‌র্মিলা (১০)। সে ওই গ্রামের মো. সুমন মিয়ার মেয়ে। শ‌র্মিলা স্থানীয় হাফি‌জিয়া মাদরাসা ও নুরানী কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। গত ২৬ মে দুপু‌র থেকে নিখোঁজ হয় শ‌র্মিলা। খবর পেয়ে ঘটনাস্থল প‌রিদর্শন করেছেন জেলা পু‌লিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ জেলার ঊধ্বর্তন কর্মকর্তারা।

শ‌র্মিলার বাবা সুমন মিয়া বলেন, মেয়েটি নিখোঁজ হলে বিভিন্ন স্থানে খোঁজাখোজি করা হয়। কোথাও না পেয়ে থানায় সাধারণ ডায়রিও করি। সকালে বা‌ড়ির পাশের ধান খেতে বস্তাব‌ন্দি মরদেহ দেখে লোকজন খবর দেয়। এর আগে ওই বস্তা‌টি কুকুর টানাটা‌নি কর‌ছিল। যে এই নৃশংস হত্যাকাণ্ড ঘ‌টিয়েছে তার কঠোর শাস্তির দাবি করি।

তবে শর্মিলার চাচা কাইয়ুম মিয়া জানান, এটি শর্মিলার লাশ কি না আমরা এখনও শনাক্ত করতে পারিনি। লাশের অধিকাংশ পচে-গলে গেছে। তার পড়নের লাল পায়জামার অংশ দেখে ধারণা করা হচ্ছে এটিই শর্মিলার মরদেহ।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, বন্তাব‌ন্দি একটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ফরেন‌সিক টিম ঘটনাস্থল প‌রিদর্শন করেছেন। তদন্ত অনুয়ায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন