ঢাকা      শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

প্রতিবেশী দেশগুলোর সাথে পরমাণু অভিজ্ঞতা শেয়ার করতে প্রস্তুত ইরান

IMG
17 May 2024, 11:13 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই’র মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন, পরমাণু খাতে তেহরান যে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করেছে; তা সব দেশের সাথে বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সাথে শেয়ার করতে প্রস্তুত রয়েছে। রাজধানী তেহরানে অনুষ্ঠিত তৃতীয় ইরান-আরব ডায়লগ কনফারেন্সে যোগ দেয়া ব্যক্তিদের সাথে এক বৈঠকে কামালভান্দি এ কথা বলেন। গত ১২ থেকে ১৪ মে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইরানের এই মুখপাত্র বলেন, “গত ৫০ বছর ধরে ইরান পরমাণু ক্ষেত্রে অভিজ্ঞতা সঞ্চয় করেছে এবং বহু বিজ্ঞানী ও বিশেষজ্ঞকে এখন প্রশিক্ষণ দিতে সক্ষম। ইরান এখন তার দক্ষতা এবং প্রযুক্তি নিয়ে সব দেশের সাথে বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সাথে পূর্ণ মাত্রার সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। আমরা সব দেশের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছি।”

কামালভান্দি আরো বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং রেডিও-ফার্মাসিউটিক্যালস উৎপাদন করতে সক্ষম হয়েছে। ইরানের বহু পরমাণু বিজ্ঞানী এবং বিশেষজ্ঞের হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে কামালভান্দি বলেন, “পরমাণু ক্ষেত্রে যে সফলতা অর্জিত হয়েছে তা খুব সহজে আসেনি, এজন্য বরং আমাদেরকে চরম মূল্য দিতে হয়েছে।”

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন