ঢাকা      সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

অন্যের কোলে চড়ে ভোট কেন্দ্রে সালেহা বেওয়া

IMG
21 May 2024, 1:51 PM

গাইবান্ধা, বাংলাদেশ গ্লোবাল: নিজের ভোটাধিকার প্রয়োগ করতে অন্যের কোলে চরে ভোট দিতে কেন্দ্রে এসেছেন ৮৭ বৎসর বয়সি সালেহা বেওয়া। এমনই এক দৃশ্য দেখা মেলেছে গাইবান্ধার সদর উপজেলার একটি ভোট কেন্দ্রে।

সরেজমিনে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এসে দেখা মেলে ৮৭ বৎসর বয়সের এই বৃদ্ধার। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তিনি বেজায় খুশি।

এই প্রতিবেদকের সঙ্গে কথা হলে তিনি বলেন, জীবনে আর কখনো ভোট দিবার পামো কি না যানম না তাই আজ ভোট দিবার আসছোম। এই ভোট মনে হয় মোর জীবনের শেষ ভোট। (জীবনে আর কখনও ভোট দিতে পারবো কি না জানি না, তাই ভোট দিতে এসেছি।)

তার সঙ্গে কথা হলে তিনি জানান, তার জন্ম ১৯৩৭ সালে, তার বাবার নাম কছিম উদ্দিন ও মায়ের নাম সরুকজান এবং তার বাড়ি কেন্দ্রের পাশেই কোমরপুর।

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গাইবান্ধা সদর, পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জ, এই তিন উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায়। চলবে বিরতীহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত।

গাইবান্ধা সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ৭জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন