ঢাকা      সোমবার, ১৭ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১
শিরোনাম

গাইবান্ধায় কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

IMG
23 May 2024, 11:21 PM

এসআই মিলন, গাইবান্ধা: গাইবান্ধায় কিশোরীকে ধর্ষণের ঘটনায় জড়িত জোহা আকন্দ (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍‍্যাব। গ্রেফতার জোহা গাইবান্ধা সদর উপজেলার শিবপুর (দক্ষিণপাড়া) এলাকার মৃত হাসান আকন্দের ছেলে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে র‍‍্যাব-১৩ গাইবান্ধার স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে, দুপুর পৌনে একটার দিকে রাজধানীর বাসাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। মাদ্রাসায় যাওয়া আসার পথে আসামী জোহা আকন্দ কু-প্রস্তাব দিয়ে আসলেও রাজী হয়নি ওই কিশোরী। এরই একপর্যায়ে গত ১ মে রাত সাড়ে আটটার দিকে কিশোরী তার নিজ বসতবাড়ির বাথরুমের গোসল করতে যায়। সেই সুযোগে জোহা বাথরুমের ভিতরে প্রবেশ করে দরজা আটকিয়ে দেয়। কিশোরীর গলার ওড়না দিয়া মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে কৌশলে পালিয়ে যায় জোহা।

এ ঘটনায় পরদিন ওই কিশোরীর মা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে ছায়াতদন্ত শুরু করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগরীর বাসাবো এলাকা থেকে জোহা আকন্দকে গ্রেফতার করা হয়।

মাহমুদ বশির আহমেদ বলেন, গ্রেফতার জোহা জিজ্ঞাসাবাদে ওই মামলার আসামী বলে স্বীকার করেন। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন