ঢাকা      মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

প্রস্তাবিত বাজেট সামাজিক সুরক্ষা নিশ্চিত ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করবে

IMG
13 June 2024, 7:43 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সরকারি দলের ও স্বতন্ত্র সংসদ সদস্যরা বলেছেন, প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সামাজিক সুরক্ষার বিষয়টিকে অধিকতর প্রধান্য দেয়া হয়েছে। এতে মানুষের সামজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বৈষম্য নিরসন হবে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে।

আজ সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেন, প্রস্তাবিত এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ধরে রেখে উন্নয়নের যে অভিযাত্রা তা আরও গতিশীল করবে।

আলোচনায় অংশ নেন সরকারি দলের সদস্য মো, সাদিক, আলাউদ্দিন আহমেদ চৌধুরী, মোশতাক আহমেদ রুহী, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, আফতাব উদ্দিন সরকার, বিপ্লব হাসান, মাজহারুল ইসলাম সুজন, আব্দুস সালাম মোর্শেদী, হাছিনা বারি চৌধুরী, মোহিত উর রহমান, লায়লা পারভীন, স্বতন্ত্র সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী ও মো. জাকারিয়া।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন