ঢাকা      শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
শিরোনাম

স্টিভ স্মিথকে বাদ দিয়েই ১৫ জনের দল ঘোষণা অস্ট্রেলিয়ার

IMG
01 May 2024, 8:25 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: জল্পনা ছিল। সেটাই সত্যি হলো। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পেলেন না স্টিভ স্মিথ। এমনকি ২০২৩ সালের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলে ঠাঁই পাননি আইপিএলে ঝড় তুলে দেওয়া জ্যাক ফ্রেসার ম্যাকগার্কও। অভিজ্ঞ বোলার জেসন বেহরনডর্ফ বা অলরাউন্ডার ম্যাট শর্টকেও জায়গা দেওয়া হয়নি।

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া ভরসা রেখেছে বাঁহাতি অ্যাস্টন অ্যাগারের উপর। তিনি ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর দেশের হয়ে এই সংস্করণের ক্রিকেট খেলেননি। অভিজ্ঞ মার্কাস স্টোইনিস ও ক্যামেরুন গ্রিন দলে জায়গা পেয়েছেন। অধিনায়ক করা হয়েছে মিচেল মার্শকে।

নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি বলেছেন, ‘‌দলটা অভিজ্ঞতার ভরা। ব্যালান্সড দল বাছা হয়েছে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পরিবেশ ও পরিস্থিতির উপর নজর রেখেই দল নির্বাচন করা হয়েছে।’‌

অস্ট্রেলিয়া দল:‌ অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, ন্যাথান এলিস, ক্যামেরুন গ্রিন, জোস হ্যাজলেউড, ট্রাভিস হেড, মিচেল মার্শ, জস ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন