ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

'নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম জোরদারে মাঠে নওগাঁ পুলিশ

IMG
02 June 2024, 12:32 PM

নওগাঁ, বাংলাদেশ গ্লোবাল: সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে ও চালকদের সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে নওগাঁয় ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম জোরদারে মাঠে নেমেছে জেলা পুলিশ। আজ রোববার সকাল ১০টায় শহরের মুক্তির মোড়ে সাকিব ফিলিং স্টেশনে শুরু হয় এই কার্যক্রম।

এতে নেতৃত্ব দেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।

এসময় সেখানে পুলিশের উদ্যোগে অস্থায়ী হেলমেটের দোকান বসানো হয়। সেই সাথে হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালক যারা তেল নিতে আসেন তাদেরকে সড়ক দুর্ঘটনা রোধে সতর্কতা ও সচেতন করে ওই দোকান থেকে স্বল্পমূল্যে হেলমেট দেওয়া হয়। সে সঙ্গে যারা আইন মেনে তেল নেন তাদেরকে জানানো হয় ফুলের শুভেচ্ছা। এরপর শহরের বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় পুলিশ। এছাড়াও পেট্রোল পাম্পগুলোতে সচেতনতামুলক লিফলেট বিতরন করা হয়।

এসময় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন, সড়কে দুর্ঘটনা রোধে সবার সচেতনতা জরুরি। তাই মোটরসাইকেল চালকদের অবশ্যই মাথায় হেলমেট পরিধান করতে হবে। সড়ক দুর্ঘটনায় জীবনহানি ও ক্ষয়ক্ষতি রোধে সচেতনতা বাড়াতে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে জেলা পুলিশ।

পুলিশ সুপার আরও বলেন, ‘নো হেলমেট, নো ফুয়েল’ প্রতিপাদ্যকে স্মরণে রেখে পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া চালকদের জ্বালানি না দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা পুলিশের এ অভিযান চলমান থাকবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক, ট্রাফিক ইন্সপেক্টর আবজাল হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন