ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

টি-টোয়েন্টি বিশ্বকাপ: দ্বিতীয় ম্যাচে উইন্ডিজের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি

IMG
02 June 2024, 6:18 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বিশ্বকাপের সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় আজ রোববার রাত সাড়ে ৮টায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি।

হারানো গৌরব ফিরে পাওয়ার মিশনে ঘরের মাঠে ফেবারিট হয়েই বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে ক্যারিবিয়ানরা। গেল বিশ্বকাপে মূলপর্বে খেলার যোগ্যতাই অর্জন করতে না পারা দলটা এবার রয়েছে দুর্দান্ত ছন্দে। বেশির ভাগ ক্রিকেটার খেলেছেন আইপিএল, সেই অভিজ্ঞতা এখন বিশ্বকাপে কাজে লাগানোর পালা।

রভম্যান পাওয়েলের নেতৃত্বে একাদশে জায়গা হতে পারে জনসন চার্লস, ব্রেন্ডন কিংস, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, আকিল হোসেনদের। বোলিংয়ে আলজারি জোসেফ, শামার জোসেফরা হতে পারেন ভরসার নাম।

পাপুয়া নিউগিনির অধিনায়ক টনি উরার ওপর নির্ভরশীল দল। দেশটার একমাত্র টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ান তিনি। তাছাড়া আসাদ ভালা, চার্লস আমিনি, নরম্যান ভানুয়ারা পারফর্ম করলে ক্যারিবিয়ানদের জন্য চ্যালেঞ্জ হবে জয় পাওয়া। দলটার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি জন কারিকো থাকবেন বোলিং নেতৃত্বে। স্পিন বান্ধব উইকেটে টস হতে পারে বড় ফ্যাক্টর।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন