ঢাকা      শনিবার, ১৫ জুন ২০২৪, ১ আষাঢ় ১৪৩১
শিরোনাম

হাসপাতালে ভর্তি শাহরুখ! কেমন আছেন এখন?

IMG
23 May 2024, 5:58 AM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যাঁর হাসির দিকে তাকিয়ে পাগল অগণিত মানুষ, যাঁর সিগনেচার পোজ দেখতে মুখিয়ে থাকেন সকলে, তিনি হাসপাতালে! বুধবার জানা যায়, অসুস্থ বলিউড বাদশা শাহরুখ খান। ভর্তি আহমেদাবাদের কেডি হাসপাতালে। স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসতেই, ভেঙে পড়েন কিং খানের ভক্ত অনুরাগীরা।

মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের খেলায় তাঁর উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। দলের জয়ের উদযাপনেও সামিল হয়েছিলেন। আচমকা কী হলো তাঁর? সূত্রের খবর, ভিড়ে ঠাসা স্টেডিয়ামে আচমকাই লু লাগে বাদশার। ডিহাইড্রেশন হয় বলেও জানা গেছে। তারপরেই আর দেরি না করে, আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয় বুধবার। তবে সর্বশেষ খবর অনুযায়ী, বুধবার দুপুর ১টা নাগাদ তাঁকে ভর্তি করা হলেও প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে।

কেমন আছেন কিং খান? হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে এখনও কোনও বিবৃতি না দিলেও, জানা যাচ্ছে এখন সুস্থ আছেন বাদশা। তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। তাতেও যদিও অনুরাগীদের চিন্তা কমেনি। তাঁরা অপেক্ষা করছেন, ফের ম্যাজিকাল হাসি নিয়ে কিং খানের সবার সামনে এসে দাঁড়ানোর।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন