ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

তৃতীয় ধাপে নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে নির্বাচন হয়েছে: সিইসি

IMG
29 May 2024, 5:57 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৩৫ শতাংশের কম-বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বুধবার বিকেলে তৃতীয় ধাপের ভোটগ্রহণ শেষ হওয়ার পর আগারগঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এসময় সিইসি বলেন, দু-চারটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট সফল হয়েছে। অবাধ, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে নির্বাচন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সক্ষমতা দেখাতে পেরেছে। অবাধ ভোটাধিকার প্রয়োগে বাধা হয়েছে এমন কোনো ঘটনা ঘটেনি। তবে ভোট কারচুপির দায়ে ৩০ জনকে আটক করা হয়েছে৷ দুজনকে কারাদণ্ড দেয়া হয়েছে। অবৈধভাবে ব্যালটে সিল দেয়ায় একজন অ্যাসিট্যান্ট প্রিসাইডিং অফিসারকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

কাজী হাবিুল আউয়াল বলেন, আজকের ভোটের হার ৩০ শতাংশ প্লাস-মাইনাস হতে পারে। ২০-২৫ ঘণ্টা পর জানা যাবে আসল ফিগার।

এর আগে সকাল ৮টা থেকে দেশের ৮৭ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়ে টানা বিকেলে ৪টায় শেষ হয়। এরপর থেকে নির্বাচন সংশ্লিষ্টরা ভোট গণনার কাজ করছেন। এর মধ্যে ১৬টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হয়। তবে তফসিল ঘোষণা হয় ১০৯ উপজেলায়। ঘূর্ণিঝড় রেমালের কারণে ২২ উপজেলার ভোট স্থগিত রয়েছে।

নির্বাচন কমিশন জানায়, তৃতীয় ধাপে মোট ১ হাজার ১৫২ প্রার্থী ভোটের লড়াইয়ে রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৯৭, ভাইস চেয়ারম্যান পদে ৪৫৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৯৯ জন।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন