ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

বার্সেলোনার নতুন কোচ ফ্লিক

IMG
29 May 2024, 6:05 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: হ্যান্সি ফ্লিককে নতুন কোচ হিসেবে নিয়োগ দিলো বার্সেলোনা। বার্সেলোনা এক্স-এ লিখেছে, ‘আমাদের জন্য দারুণ মুহূর্ত। হ্যান্সি ফ্লিক এখানে।’

এর আগে জাভি হার্নান্দেজের সঙ্গে থাকা চুক্তির মেয়াদের অবসান ঘটায় বার্সেলোনা। তারা এক বিবৃতিতে জানায়, ‘বার্সেলোনা জাভি ও তার কোচিং স্টাফ দলের সঙ্গে চুক্তি ছিন্ন করার ব্যাপারে সম্মতি জ্ঞাপন করেছে। জাভি ও তার দলকে ধন্যবাদ। ভবিষ্যতের জন্য শুভ কামনা।’

চলতি মৌসুম শেষে বিদায় নেবেন জাভি। তার উত্তরসূরি হয়ে দুই বছরের জন্য চুক্তি করেছে কাতালান জায়ান্টরা। কদিন পরই আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে সাবেক বায়ার্ন মিউনিখ কোচকে।

বায়ার্নের সঙ্গে আগে কাজ করেছেন ফ্লিক। ২০২০-২১ মৌসুমে বাভারিয়ানদের সঙ্গে ছয়টি ট্রফি জেতেন তিনি। তারপর যোগ দেন জার্মানি জাতীয় দলে। সেখানে সময়টা ভালো কাটেনি। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর ২০২৩ সালে বরখাস্ত হন তিনি।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন