ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

ভোলায় গ্রাহকরা বিটিসিএল সংযোগ পাচ্ছে না

IMG
29 May 2024, 7:17 PM

আহাদ চৌধুরী তুহিন, ভোলা: ভোলায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর ইন্টারনেট সংযোগ এর আবেদন ও ফি জমা দেয়ার পর ও গ্রাহকরা সংযোগ পাচ্ছে না। গত এক মাসে প্রায় অর্ধশত গ্রাহক আবেদন ও ফি জমা দিয়েছেন কিন্তু সংযোগ পাচ্ছেন না। ভোলা মুসলিম পাড়ার বাসিন্দা এডভোকেট সাজেদা আক্তার চৌধুরী জানান তিনি বাসায় একটি প্রাইভেট কোম্পানির ইন্টারনেট সংযোগ ব্যবহার করতেন। ভালো সেবা পাওয়ার জন্য তিনি বিটিসিএল ভোলায় ইন্টারনেট সংযোগ এর আবেদন করেন এবং ফি ও জমা দেন। ২/৩ দিনের মধ্যে সংযোগ দেয়ার কথা থাকলেও গত প্রায় ১০ দিনেও সংযোগ মেলেনি। এব্যাপারে বিটিসিএল এর ভোলাস্থ সহকারী ব্যবস্থাপক মো: পারভেজ জানান, বিটিসিএল ইন্টারনেট সংযোগ এর রাউটার বিটিসিএল দিয়ে থাকে। বর্তমানে ভোলায় রাউটার না থাকায় সংযোগ দেয়া যাচ্ছে না। রাউটার এর চাহিদা জানান হয়েছে কিন্তু বিটিসিএল বরিশাল অফিস থেকে রাউটার ভোলায় সরবরাহ না করায় সমস্যা দেখা দিয়েছে। তিনি আরও জানান ভোলায় বিটিসিএল এর ৩ হাজার ইন্টারনেট সংযোগ দেয়ার সক্ষমতা রয়েছে। সংযোগ রয়েছে ৪ শত ৫০ টি। বিটিসএল যেখানে সংযোগ নেয়ার জন্য প্রচারণা চালাচ্ছে সেখানে ভোলায় আবেদন করে এবং ফি জমা দিয়ে ও সংযোগ পাচ্ছে না এর পিছনে কোন ষড়যন্ত্র আছে কি না তা খতিয়ে দেখা প্রয়োজন বলে ভুক্তভোগীরা মনে করেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন