ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

এখনও চলছে 'চাকদা এক্সপ্রেস'-এর পোস্ট প্রডাকশনের কাজ

IMG
30 May 2024, 6:20 AM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের কিংবদন্তি মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক 'চাকদা এক্সপ্রেস'-কে ঘিরে কৌতুহল দর্শকের মধ্যে বহুদিন ধরেই। পর্দায় ঝুলন গোস্বামীর ভূমিকায় অভিনেত্রী আনুশকা শর্মা থাকার খবর আসতেই নেটিজেনদের মধ্যে জোর গুঞ্জন শুরু হয়ে যায়। ছবির শুটিং বহুদিন আগেই শেষ। কবে মুক্তি পাচ্ছে ছবিটি? আগেই জানা গিয়েছিল, বাঁধার মুখে পড়ে আটকে আছে 'চাকদা এক্সপ্রেস'। এবার প্রকাশ্যে এলো ছবির মুক্তির দিনক্ষণ।

সূত্রের খবর, আর্থিক সমস্যা ও শৈল্পিক মতভেদের ফলে নেটফ্লিক্স ও ক্লিন স্লেট ফিল্মসের মধ্যে বিচ্ছেদ হয়েছে। যদিও কোনও সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা এখনও করা হয়নি। এই বিষয়ে পরিচালক প্রষিৎ রায় জানান, "হঠাৎই এই দুই সংস্থার পারস্পরিক চুক্তি শেষ করে দেওয়া হয়। যার ফলে, 'চাকদা এক্সপ্রেস'-এর মুক্তি বর্তমানে অনিশ্চিত হয়ে পড়েছে। ছবির পোস্ট প্রডাকশনের কাজ এখনও চলছে। মুক্তির অপেক্ষায় আমরা সকলেই রয়েছি।"

'চাকদা এক্সপ্রেস'-এর মতো বিজয় ভার্মা ও তৃপ্তি দিমরি অভিনীত 'আফগানি শো'র মুক্তিও অনিশ্চিত হয়ে পড়েছে। সূত্রের খবর, 'ক্লিন স্লেট ফিল্মস' এই প্রজেক্টগুলো ওটিটির থেকে পুনরায় কিনে নেওয়ার পরিকল্পনা করছে, যাতে তারা অন্য ডিস্ট্রিবিউটরের কাছে যেতে পারে। তবে যত দ্রুত সম্ভব ঝুলন গোস্বামীর ভূমিকায় বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মাকে বড় পর্দায় ছক্কা হাঁকাতে দেখবেন দর্শক।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন