ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

টানা চার জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

IMG
30 May 2024, 1:50 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে পোল্যান্ডকে ৭৯-২৮ পয়েন্টে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে স্বাগতিকরা।

এই নিয়ে টানা চার জয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পা রাখলো লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। তৃতীয় মিনিটেই প্রথম লোনা তুলে নেয় বাংলাদেশ। ম্যাচের ১৪ মিনিটের মধ্যে আরও দুই লোনার দেখা পায় স্বাগতিকরা। এ সময় দুদলের পয়েন্টের পার্থক্য ছিল ৩০-১০।

দ্বিতীয়ার্ধেও পোল্যান্ডের ওপর চাপ ধরে রাখে বাংলাদেশ। শেষ পর্যন্ত মোট ৭ লোনাসহ ৭৯-২৮ পয়েন্ট পোল্যান্ডকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে বাংলাদেশ।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন