ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে আহত ইউপি চেয়ারম্যানের মৃত্যু

IMG
31 May 2024, 1:23 PM

রাঙ্গামাটি, বাংলাদেশ গ্লোবাল: রাঙ্গামাটির বিলাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে আহত বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুমং মারমা ৯দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। বৃহস্পতিবার রাতে ১১টা ৪৮ মিনিটে চট্টগ্রামে মারা যান তিনি।

বিলাইছড়ির পুনঃনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা বিষয়টি নিশ্চিত করেন।

গত ২১ মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের দিন বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুমং মারমা দুর্বৃত্তের গুলিতে আহত হন। স্থানীয়রা তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ২২ মে ভোর ৬টায় রুমা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে নয় দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, “ময়নাতদন্ত শেষে লাশ এখনো রাঙ্গাটিতে এসে পৌঁছায়নি। দুর্বৃত্তের গুলিতে আহত হওয়ার পরে চেয়ারম্যান আতুমং মারমা বলেছিলেন তিনি সুস্থ হয়ে ফিরে নিজে মামলা করবেন। এখন তার পরিবার থেকে মামলা করা হবে বলে পুলিশ সুপার জানান।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন