ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

রাহুলকেই প্রধানমন্ত্রী পদে পছন্দ খাড়গের, কী বলছে তৃণমূল, সিপিএম?

IMG
31 May 2024, 7:12 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইন্ডিয়া জোট জিতলে কি রাহুল গান্ধীই প্রধানমন্ত্রী? প্রসঙ্গটা উস্কে দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'প্রধানমন্ত্রী হিসেবে আমার রাহুল গান্ধীকেই পছন্দ। তিনি যুব সমাজের প্রতিনিধি এবং গোটা দেশকেই তিনি হাতের তালুর মতো চেনেন।'

দেশে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট গঠিত হওয়ার পর তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি জানিয়েছিলেন, জোটের মুখ হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর পছন্দ মল্লিকার্জুন খাড়গে। যা সমর্থন করেছিলেন জোটের অন্যতম শরিক আম আদমি দলের প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যদিও খাড়গে নিজে এ বিষয়ে বলেছিলেন, জেতার পর গণতান্ত্রিক পদ্ধতিতে সাংসদরা প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন।

খাড়গের আজকের এই ঘোষিত 'পছন্দ'কে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস গুরুত্ব দিতে রাজি নয়। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, 'ওঁদের দলের নেতা ওঁদের দলের কথা বলেছেন। এগুলোকে আমরা গুরুত্বই দিচ্ছি না। আমরা এখন নির্বাচন নিয়ে ব্যস্ত আছি।'

পশ্চিমবঙ্গের রাজ্য সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের মতে এই সিদ্ধান্তটা এই মুহূর্তে ঠিক করার মতো বিষয় নয়। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী নির্বাচন করে কেউ ভোটে লড়ে না। ভোটের পর ফলাফল অনুযায়ী সংখ্যাগরিষ্ঠরা তাঁদের নেতা নির্বাচন করেন। ফলে এই কাজটা নির্বাচনের ফল বের হওয়ার পর করার পক্ষপাতী আমরা।'

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন