ঢাকা      বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

যেভাবে দেখবেন বাংলাদেশ-ভারতের প্রস্তুতি ম্যাচ

IMG
01 June 2024, 1:26 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। ভালো প্রস্তুতির লক্ষ্যে একটু আগেভাগে যুক্তরাষ্ট্রে আসেন শান্ত-হৃদয়রা।

রোহিত-হার্দিকদের হারাতে পারলে মনোবল চাঙা হবে ক্রিকেটারদের। ফলে বিশ্ব আসরে বেড়ে যাবে ভালো খেলার সম্ভাবনা। নিজেদের সেরা ক্রিকেট খেলেই প্রস্তুতি ম্যাচটা জিততে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ-ভারতের প্রস্তুতি ম্যাচ দিয়ে উদ্বোধন হবে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের। এ জন্য এই ম্যাচটি সঠিকভাবে শেষ করার চ্যালেঞ্জ আইসিসির। ৩৪ হাজার ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটিতে পরীক্ষা-নিরীক্ষার শেষ সুযোগ পাচ্ছে টাইগাররা।

টি-টোয়েন্টি খেলার মধ্যই আছেন ভারতীয় ক্রিকেটাররা। কয়েক দিন আগে শেষ হয় দুই মাসের বেশি সময় ধরে চলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর। ফ্র্যাঞ্চাইজি লিগে বিভিন্ন দলে খেললেও এ ম্যাচে প্রথমবার এক সঙ্গে নামবেন রোহিতরা।

যে ভাবে দেআ যাবে ম্যাচ-

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে বাংলাদেশ-ভারতের প্রস্তুতি ম্যাচ। বিশ্বকাপের সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা ম্যাচটি। এ ছাড়া ডিজনি+ হটস্টারে থাকবে লাইভ স্ট্রিমিং। আর বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নাগরিক টিভিতেও দেখা যাবে এ ম্যাচ।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন