ঢাকা      শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১
শিরোনাম

কোপা আমেরিকার ইতিহাসে প্রথম জয় পেল কানাডা

IMG
26 June 2024, 2:50 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: কোপা আমেরিকায় প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে হারা কানাডা দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে। আজ বুধবার সকালে অনুষ্ঠিত 'এ' গ্রুপের ম্যাচে তারা ১-০ গোলে পেরুকে হারিয়েছে। কানসাস সিটি অনুষ্ঠিত এ ম্যাচে জয়ের ফলে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা তারা উজ্জ্বল করেছে।

৭৪ মিনিটে জোনাথন ডেভিডের গোলে জয় পায় কানাডা। নতুন কোচ হেসে মার্সচের অধীনে এটা কানাডার প্রথম জয়, সে সঙ্গে প্রথম গোলও। এর আগে কানাডা তিন ম্যাচ খেলে কোনো গোল করতে পারেনি। তার অধীনে প্রথম দুটো ম্যাচ ছিল প্রীতি ম্যাচ। আর শেষটি ছিল কোপায় প্রথম ম্যাচ। সে ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হেরেছিল তারা।

ম্যাচের প্রথমার্ধে কানাডা আধিপত্য করেছে। তবে এ সময়ে গোলের সহজ সুযোগ পেয়েছে পেরু। কানাডার গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপিউ এ সময় পেরুর সামনে চীনের প্রাচীর হয়ে দঁড়িয়েছিলেন। একবার পিয়েরো কুইসপে জোরালো শট তিনি রুখে দেন।

উত্তর আমেরিকার দল কানাডার এটাই কোপা আমেরিকায় প্রথম জয়। একই সঙ্গে ২০০০ সালের কনকাকাফ গোল্ড কাপের ফাইনালের পর দক্ষিণ আমেরিকার কোনো দলের বিপক্ষে প্রথম জয়।

প্রচণ্ড গরমের মধ্যে অনুষ্ঠিত এ ম্যাচে খেলোয়াড়রা ঠিক থাকলেও অুসস্থ হয়ে পড়েছিলেন সহকারী রেফারি হামবার্তো প্যানজজ। প্রথমার্ধের ইনজুরি সময়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময়ে তাকে স্বাস্থ্যকর্মীরা স্ট্রেচারে করে নিয়ে যান।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন