ঢাকা      রবিবার, ৩০ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১
শিরোনাম

তাইওয়ানকে যুদ্ধে জড়াতে চায় যুক্তরাষ্ট্র: চীনা মুখপাত্র

IMG
27 June 2024, 5:30 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্র তাইওয়ানকে যুদ্ধে জড়াতে চায়। আর, এ কারণেই দেশটি চীনের এই অংশের কাছে ক্রমবর্ধমান হারে অস্ত্র বিক্রি করছে। চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক অফিসের মুখপাত্র চু ফেং লিয়ান বুধবার বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেন।

তিনি বলেন, চীন দৃঢ়ভাবে তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির বিরোধিতা করে। তাইওয়ানের ডিপিপি রাজনৈতিক স্বার্থে ও সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ ব্যবহার করে অস্ত্র কিনছে এবং যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে ‘স্বাধীন’ হতে চাইছে। এ ধরনের অপতৎপরতা কেবল যুদ্ধই ডেকে আনতে পারে।

মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত অবিলম্বে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করা এবং সেখানকার বিচ্ছিন্নতাবাদীদের ভুল সংকেত পাঠানো থেকে বিরত থাকা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন