ঢাকা      রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

সমাবেশে সহযোগিতা চেয়ে ডিএমপিকে বিএনপির চিঠি

IMG
27 June 2024, 7:56 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২৯ জুন নয়াপল্টনে সমাবেশের সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপি কার্যালয়ে সমাবেশ নিয়ে আলোচনার পর এই চিঠি হস্তান্তর করে দলটি। বিষয়টি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী অ্যানি।

শহীদ উদ্দীন চৌধুরী অ্যানি বলেন, আগামী শনিবার (২৯ জুন) নয়াপল্টনে সমাবেশের সহযোগিতা চেয়ে ডিএমপিকে চিঠি দেয়া হয়েছে। পুলিশ এ বিষয়ে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। এদিন বিকেলে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। এ সময় পুলিশ সার্বিক সহযোগিতা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, মিথ্যা মামলায় সরকার বিএনপি চেয়ারপার্সনকে আটকে রেখেছে। হাসপাতালে থাকলেও খালেদা জিয়া এখনও কারাবন্দী। তিনি স্বাভাবিক জীবনযাপন থেকে বঞ্চিত।

প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় সমাবেশের অনুমতি নিয়ে আলেচনা করতে ডিএমপি কার্যালয়ে যায় বিএনপির একটি প্রতিনিধি দল।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন