ঢাকা      মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১
শিরোনাম

টি-২০ বিশ্বকাপ থেকে প্রতিটি দল যত টাকা পেল

IMG
30 June 2024, 10:51 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে ১৩ বছর পর বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। টি-২০ বিশ্বকাপের হিসেব ধরলে এই আক্ষেপ ছিল ১৭ বছরের। এবারের আসরে পুরষ্কার হিসেবে ছিল টাকার ছড়াছড়ি।

শনিবার (২৯ জুন) ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউনের কিংসটন ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বিরাট কোহলির ৭৬, আক্সার প্যাটেলের ৪৭ ও শিভম দুবের ২৭ রানের কল্যাণে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৬ রান করে ভারত। জবাবে হেনরিক ক্লাসেনের ২৭ বলে ৫২ রানের তাণ্ডবীয় ইনিংস সত্ত্বেও ভারতীয় বোলারদের তোপে পড়ে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান করতে সক্ষম হয় প্রোটিয়ারা। এতে করে ৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পর আইপিএল চ্যাম্পিয়নের চেয়েও বেশি টাকা পেয়েছে ভারত। এ বছরের পুরস্কার মূল্য ছাড়িয়ে গেছে আইপিএলের পুরস্কারমূল্যকেও। বিশ্বকাপের জন্য আইসিসি মোট ১ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার আর্থিক পুরস্কার ঘোষণা করে।

চ্যাম্পিয়ন হিসেবে ভারত পেয়েছে ২৪ লাখ ৫০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ২৮ কোটি ৭৫ লাখ ৬৪ হাজার টাকা)। আইপিএল চ্যাম্পিয়ন হয়ে কলকাতা নাইট রাইডার্স এবার পেয়েছিল ২০ কোটি টাকা।

অন্যদিকে রানার্সআপ হিসেবে দক্ষিণ আফ্রিকা পেয়েছে ১২ লাখ ৮০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ১৫ কোটি ২ লাখ ৩৭ হাজার টাকা)। সেমিফাইনালে বিদায় নেয়া ইংল্যান্ড এবং আফগানিস্তান পুরস্কারমূল্য হিসাবে পেয়েছে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার।

পঞ্চম থেকে অষ্টম স্থানে শেষ করা চারটি দেশ আর্থিক পুরস্কার হিসাবে পেয়েছে ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার। সুপার এইট পর্ব থেকে বিদায় নেয়া অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং আমেরিকা এই টাকা পুরস্কার হিসাবে পেয়েছে।

গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া ১২টি দেশ পাকিস্তান, কানাডা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান, নিউজিল্যান্ড, উগান্ডা, পাপুয়া নিউগিনি, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নেপাল পেয়েছে ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার করে।




বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন