ঢাকা      বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১
শিরোনাম

শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক জুয়েলারি প্রদর্শনী

IMG
02 July 2024, 11:42 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দেশে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী-২০২৪’-এর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তিন দিনব্যাপী প্রদর্শনীটি আগামী ৪ জুলাই শুরু হবে। চলবে ৬ জুলাই পর্যন্ত। অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ২-নম্বর হলে (পুষ্পগুচ্ছ)।

প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি। এতে প্রবেশের জন্য কোনো টিকিট লাগবে না। প্রদর্শনীর প্রতিপাদ্য বিষয় ‘গহনায় হোক প্রযুক্তির ছোঁয়া’। বাজুস সূত্রে জানা গেছে, দেশের জুয়েলারি শিল্পের উন্নয়ন ও নতুন নতুন শিল্প-কারখানা স্থাপনে বিনিয়োগকারীদের উৎসাহিত করতে প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে।

আয়োজনটিতে অংশ নিচ্ছে ভারত, ইতালি, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, চীন, থাইল্যান্ডসহ বিশ্বের প্রায় ১০টি দেশের ৩০টি প্রতিষ্ঠান। বাজুসের নেতারা বলছেন, এই প্রদর্শনীতে বিশ্বের আধুনিক মেশিনারিজের সঙ্গে এই খাতের ব্যবসায়ীদের পরিচিতি ঘটবে। যার ফলে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক জুয়েলারি শিল্প-কারখানা স্থাপনের সুযোগ সৃষ্টি হবে। নতুন নতুন শিল্প-কারখানা স্থাপিত হলে জুয়েলারি শিল্পের বিকাশ ও রপ্তানির দুয়ার উন্মোচিত হবে।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন