এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সময়টা ভালো যাচ্ছে না পঙ্কজ ত্রিপাঠীর। গত সপ্তাহেই গাড়ি দুর্ঘটনায় ভগ্নিপতি রাজেশ তিওয়ারিকে হারিয়েছেন। বোন সবিতা তিওয়ারি প্রাণে বাঁচলেও গুরুতর আহত। আকস্মিক দুর্ঘটনায় হতবাক গোটা পরিবার। এখনও ঠিকমত শোক সামলে উঠতে পারেননি কেউই। জানা গেছে, অভিনেতা নিজেও না। তাই তিনি সাময়িক বিরতিতে। শুটিং স্থগিত রেখে গ্রামের বাড়িতে সময় কাটাচ্ছেন।
আরও জানা গেছে, পরিবারকে এই শোক থেকে সরিয়ে আনতে পঙ্কজ বাড়িতে গুরুত্বপূর্ণ সময় কাটাচ্ছেন। আপাতত শুটিং ভুলে দেশের বাড়িতেই তিনি। সেখানে পরিবারের সবাইকে আগলে নিয়ে থাকতে দেখা গেছে তাঁকে। তিনিও যেন সবার সঙ্গে থেকে নিজের যন্ত্রণা ভোলার চেষ্টা করছেন। একই সঙ্গে বোনকে মানসিকভাবে ফের আগের অবস্থায় ফিরিয়ে আনতে চেষ্টা করছেন। জানা গেছে, মে মাসের প্রথম সপ্তাহের শেষে বলিউডে ফিরবেন পঙ্কজ। পরের ছবির শুটিং শুরু করবেন।
এদিকে গুজব, পঙ্কজের শুটিং দেখতে যাওয়ার পথেই নাকি এই দুর্ঘটনা। ফলে অভিনেতা সবার থেকে বেশি ভেঙে পড়েছেন। যদিও এ কথা তাঁর পরিবার অস্বীকার করেছে। আপাতত পঙ্কজের ঝুলিতে সিরিজ ‘ক্রিমিনাল জাস্টিস’-এর চতুর্থ কিস্তি রয়েছে। সিরিজের পরিচালক অনুরাগ বসু।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com