ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

নির্বাচনে ফের দেবের জয়

IMG
04 June 2024, 8:17 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের লোকসভা নির্বাচনে অভিনেতা থেকে রাজনীতিতে আসা দীপক অধিকারী (দেব) ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন।

নিজ আসনে বিজেপির প্রার্থী ভারতী ঘোষকে হারিয়ে তিনি তৃণমূল কংগ্রেস থেকে বিজয়ী হন।

দেবের প্রাপ্ত ভোট ৩ লাখ ৩৭ হাজার ৯৮৮ ভোট। অন্যদিকে ভারতী ঘোষ ২ লাখ ৯৮ হাজার ৯৩ ভোট পেয়েছেন। অবশ্য ভারতী ঘোষের এতোসংখ্য ভোটপ্রাপ্তিতেও অনেকে বিস্ময় প্রকাশ করছেন।

এর আগে টালিউডের এ অভিনেতা ২০১৪ সালে লোকসভা নির্বাচনে সিপিআইয়ের সতানত রানাকে ২ লাখ ৬০ হাজার ভোটে হারিয়ে নির্বাচিত হন।

১৯৮২ সালের ২৫ ডিসেম্বর ভারতের মহারাষ্ট্রে জন্ম নেয়া দেব 'অগ্নিশপথ' চলচ্চিত্রের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে পদার্পণ করেন। তিনি দুই বাংলার দর্শকদের কাছে খুবই জনপ্রিয়।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন