ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

ট্রেনে ঈদযাত্রা: বিক্রি হচ্ছে ১৫ জুনের অগ্রিম টিকিট

IMG
05 June 2024, 10:58 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঈদুল আজহা সামনে রেখে চতুর্থ দিনে মতো ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে৷

বুধবার (৫ জুন) যারা টিকিট কিনছেন তারা আগামী ১৫ জুন ভ্রমণ করতে পারবেন৷ যাত্রীদের শতভাগ টিকিট অনলাইনে কিনতে হচ্ছে৷

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী এদিন যাত্রী সাধারণের টিকিট ক্রয় সহজলভ্য করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি সকাল ৮টায় শুরু হয়েছে৷ আর পূর্বাঞ্চলে চলাচলরত সব ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে৷

একটি ঈদ স্পেশালসহ পশ্চিমাঞ্চলের ২০টি ট্রেনে সাড়ে ১৬ হাজার টিকিটের বিপরীতে সকাল ৮টা থেকে প্রথম আধাঘণ্টায় সার্ভারে হিট হয়েছে ১ কোটি ৭০ লাখ বার।

সকালের শিফটে উন্মুক্ত হয় পশ্চিমাঞ্চলের টিকিট। দুপুর ২টা থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলের টিকিট। দুই শিফটে আজ দুইটি ঈদ স্পেশালসহ ৪৩টি ট্রেনের মোট সাড়ে ১৬ হাজার টিকিট বিক্রি হচ্ছে। এখন পর্যন্ত অনলাইনে কোনো বিড়ম্বনা ছাড়ায় টিকিট কাটছেন যাত্রীরা।

এবার গত বছরের তুলনায় টিকিটের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন কমলাপুর রেলস্টেশন ম্যানেজার।

১৬ জুনের আসন বিক্রি হবে ৬ জুন অর্থাৎ আগামীকাল- বৃহস্পতিবার শেষ হবে অনলাইন টিকিট কার্যক্রম। ঈদে অগ্রিম ও ফিরতি যাত্রায় সর্বোচ্চ একবার টিকিট ক্রয় করতে পারবেন এবং সর্বাধিক ৪টি আসনের টিকিট ক্রয় করতে পারবেন একজন যাত্রী। ঈদযাত্রার এ টিকিট রিফান্ড করা হবে না।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন