ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

এনডিএ-কে সমর্থন নায়ডু-নীতিশের, তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি

IMG
05 June 2024, 6:57 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: স্বস্তি ফিরলো এনডিএ শিবিরে। একক সংখ্যাগরিষ্ঠতা না থাকার ফলে চন্দ্রবাবু নায়ডু এবং নীতিশ কুমারের উপরই ভরসা রাখতে হয়েছিল বিজেপিকে। আজ বুধবার দুপুরে বৈঠকে বসে উভয় পক্ষ।

সূত্রের খবর, এনডিএ-কে সমর্থন দিতে তৈরি হয়েছেন দু'জনেই। ফলে এবার শরিকদের সহায়তায় ফের ভারতের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন নরেন্দ্র মোদি। বৈঠক শেষে চওড়া হাসি তাই নরেন্দ্র মোদির মুখে।

জানা গেছে, আগামী শুক্রবার জোটের সব সাংসদদের নিয়ে ফের বৈঠকে বসবে এনডিএ শিবির। ফলে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বার নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রীর সিট প্রায় পাকা। প্রসঙ্গত, এনডিএ-র কাছে ২৯৪ টি আসন রয়েছে। অন্যদিকে ইন্ডিয়া জোটের কাছে রয়েছে ২৩৪ টি আসন।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন