ঢাকা      শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
শিরোনাম

নিত্যপণ্যসহ যেসব পণ্যের দাম কমবে

IMG
06 June 2024, 7:08 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিত্যপণ্যের দাম সহনীয় রাখার চেষ্টা করা হয়েছে। এ লক্ষে বেশকিছু পণ্যে শুল্ক ও কর হ্রাসের প্রস্তাব করা হয়েছে। সাধারণ মানুষের কথা মাথায় রেখে শুল্ক ও কর কমানোর প্রস্তাব করায় এসব পণ্যে দাম কমতে পারে।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বাজার স্থিতিশীল রাখা এবং উচ্চ মূল্যস্ফীতি কমাতে প্রস্তাবিত বাজেটে নিত্যপ্রয়োজনীয় বেশকিছু পণ্য ও খাদ্যশস্য সরবরাহের ওপর উৎসে কর ২ শতাংশ ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: নিত্যপণ্যের দাম সহনীয় রাখার চেষ্টা করা হয়েছে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। সাধারণ মানুষের কথা মাথায় রেখে এ লক্ষে বেশকিছু পণ্যে শুল্ক ও কর হ্রাসের প্রস্তাব করা হয়েছে। শুল্ক ও কর কমানোর প্রস্তাব করায় এসব পণ্যে দাম কমতে পারে।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বাজার স্থিতিশীল রাখা এবং উচ্চ মূল্যস্ফীতি কমাতে প্রস্তাবিত বাজেটে নিত্যপ্রয়োজনীয় বেশকিছু পণ্য ও খাদ্যশস্য সরবরাহের ওপর উৎসে কর ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করার প্রস্তাব করেন।

উৎসে কর কমানোর কারণে নিত্যপ্রয়োজনীয় যেসব পণ্যের দাম কমবে সে পণ্যগুলো হলো: ভোজ্যতেল, চিনি, ধান, চাল, ডাল, আটা, ময়দা, লবণ, ভুট্টা, গম, আলু, পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, মসুর, আদা, হলুদ, শুকনা মরিচ, গোলমরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, খেজুর, তেজপাতা, পাট, তুলা, সুতা এবং সব ধরনের ফল।

এ ছাড়া শুল্ক ও করহার কমানোর কারণে প্যাকেটজাত গুঁড়া দুধ, বিদেশি চকলেট, ল্যাপটপ, নির্মাণসামগ্রী, সুইচ-সকেট, ইলেকট্রিক মোটর, মোটরসাইকেল, কিডনি ডায়ালাইসিসের ফিল্টার, কার্পেট, ডেঙ্গু কিট, ক্যানসার চিকিৎসা খরচ, ওষুধ, চিকিৎসা সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর দাম কমতে পারে।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন