ঢাকা      রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১
শিরোনাম

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

IMG
28 June 2024, 2:17 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় আজ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর প্রথম প্রহরেই নিজের ভোট প্রদান করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। নিজের ভোট ব্যালট বাক্সে নিক্ষেপের পর সর্বোচ্চ নেতা উপস্থিত দেশি-বিদেশি সাংবাদিকদের উদ্দেশে বলেন, নির্বাচন একটি আনন্দের দিন। কারণ, এদিন জনগণ আগামী কয়েক বছরের জন্য তাদের সরকার প্রধানকে নির্বাচন করবেন। ইরানের শক্তিমত্তা ও সম্মান এই নির্বাচনের ওপর নির্ভর করছে।

তিনি সর্বস্তরের জনগণকে ভোট কেন্দ্রগুলোতে উপস্থিত হয়ে তাদের রায় প্রদানের আহ্বান জানিয়ে বলেন, আমি আশা করবো ইরানি জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন। ভোট প্রদান এমন একটি কাজ, যার জন্য কোনো অর্থ খরচ করতে হয় না। কিন্তু এর মাধ্যমে অনেক সুফল পাওয়া যায়। যে কাজে খরচ নেই, কিন্তু অনেক সুফল তা থেকে বিরত থাকা বুদ্ধিমানের কাজ নয়।

সকাল ৮টায় যে ভোটগ্রহণ শুরু হয়েছে তা স্বাভাবিক নিয়মে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এরপর ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি থাকা সাপেক্ষে ভোটগ্রহণের সময় বাড়ানো যাবে। বিদেশে যারা ভোট দেবেন, তারাও একই নিয়মের মধ্যে পড়বেন। বিশ্বের ৯৫টি দেশে অবস্থানরত ইরানি নাগরিকরা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারবেন। এছাড়া দেশের অভ্যন্তরে ৫৯ হাজার ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ভোটাররা। আজকের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে চার প্রার্থীর মধ্যে। তারা হলেন- মাসুদ পেজেশকিয়ান (প্রার্থী কোড-২২), মোস্তফা পুরমোহাম্মাদি (প্রার্থী কোড-৩৩), সাইদ জলিলি (প্রার্থী কোড-৪৪) এবং মোহাম্মদ বাকের কলিবফ (প্রার্থী কোড-৭৭)।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন