ঢাকা      শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
শিরোনাম

বেইজিংয়ে উন্মোচিত হলো চীনের তৈরি রোবট থিয়ানকং

IMG
28 April 2024, 10:42 PM

সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বেইজিংয়ে এক অনুষ্ঠানে উন্মোচিত হলো চীনের তৈরি বিশেষ রোবট থিয়ানকং। শনিবার এই অনুষ্ঠানে দেখানো হয়, থিয়ানকংয়ের থাকবে না গৎবাঁধা কোনো কাজ। এর ভেতরকার কোডিং পরিবর্তন করা যাবে গ্রাহকের চাহিদামতো।

অন্যান্য রোবটিক্স প্রতিষ্ঠান চাইলে চীনের তৈরি থিয়ানকংকে নিয়ে বিভিন্ন ধরনের কাজ যেমন—বাড়ির কাজ, শিল্প কারখানা বা অন্য যে কোনো কাজে লাগানোর ব্যাপারে গবেষণা চালাতে পারবে। অর্থাৎ আরও বড় আকারের বাণিজ্যিক অ্যাপ্লিকেশনেরও সম্ভাবনা আছে এই থিয়ানকংকে ঘিরে।

উদ্বোধনী অনুষ্ঠানে থিয়ানকং বেশ কিছু জটিল পরিবেশনা ও মানিয়ে নেওয়ার সক্ষমতা দেখিয়েছে। ঘণ্টায় ছয় কিলোমিটার গতিতে চলতে পারবে এটি। স্বয়ংক্রিয়ভাবে উঠতে নামতে পারবে ঢালু পথ ও সিঁড়িতে।

১৬৩ সেন্টিমিটার উঁচু ও ৪৩ কেজি ওজনের রোবটটিতে আছে একাধিক ভিশন সেন্সর। এটি সেকেন্ডে ৫৫০ ট্রিলিয়ন গাণিতিক হিসাব করতে পারে। এছাড়াও বল প্রয়োগ সংক্রান্ত প্রতিক্রিয়া দেখাতে এতে আছে ছয়-অক্ষ বিশিষ্ট সেন্সর।

চীনের রোবোটিক্স শিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত বেইজিংয়ের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন এলাকায় ১১০টি রোবোটিক্স প্রতিষ্ঠান কাজ করছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন