ঢাকা      শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
শিরোনাম

রাশিয়ার ব্যক্তি ও কোম্পানীর উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

IMG
15 May 2024, 6:06 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ মঙ্গলবার একজন রুশ নাগরিক ও রাশিয়া ভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। অর্থ বিভাগ বলছে, তারা একটি পরিকল্পনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাগুলিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিল যার ফলে রাশিয়ার ধাতব ব্যবসায়ী ওলেগ দেরিপাস্কার দেড় শ’ কোটি ডলারেরও বেশি অবমুক্ত হতে যাচ্ছিল।

দেরিপাস্কাকে ২০১৮ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আনা হয়। তিনি সোভিয়েত ইউনিয়নের পতনের সময়ে ধাতব ব্যবসা শুরু করেন এবং অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিগুলির শেয়ার কিনে বিশাল সম্পদের মালিক হন। ফোর্বস বলেছে, এ বছর তার সম্পদের পরিমাণ হচ্ছে ৮ হাজার ২৫০ কোটি ডলার ।

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ বলেছে, ২০২৩ সালের জুন মাসে দেরিপাস্কা রুশ নাগরিক দ্যমিত্রি বেলগলাসোভের সঙ্গে পরিকল্পনা করেন যে, তিনি দেরিপাস্কার আটক শেয়ার একটি ইউরোপীয় কোম্পানির কাছে বিক্রি করে দেবেন। বেলগলাসোভ হচ্ছেন রাশিয়া ভিত্তিক একটি আর্থিক পরিষেবা প্রতিষ্ঠানের মালিক।

কয়েক সপ্তাহের মধ্যেই রাশিয়া ভিত্তিক এই আর্থিক পরিষেবা প্রতিষ্ঠানকে টিটুল প্রতিষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে স্থাপন করা হয় এবং এভাবে ক্রমশ আর্থিক লেনদেন শুরু হয়।

যুক্তরাষ্টের অর্থ বিভাগ বলছে, বলোগলাজোভ, তিতুল এবং ইলিন্দিস নামের এই প্রতিষ্ঠানগুলো রাশিয়ার আর্থিক পরিষেবার হয়ে কাজ করায় তাদের উপর নিষেধ্জ্ঞা আরোপ করা হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন