ঢাকা      শুক্রবার, ২৪ মে ২০২৪, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

চীনের বিরুদ্ধে ফিলিপিন্সের অভিযোগ একেবারেই ভিত্তিহীন: মুখপাত্র

IMG
13 May 2024, 6:48 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ সোমবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, চীনের বিরুদ্ধে ফিলিপিন্সের অভিযোগ একেবারেই ভিত্তিহীন ও ভুয়া।

সম্প্রতি ফিলিপিন্স জানায় যে, সিয়ান পিন রিফে চীন একটি দ্বীপ নির্মাণ করার চেষ্টা করেছে। তবে, ফিলিপিন্স তা প্রতিরোধ করেছে। এ সম্পর্কে চীনা মুখপাত্র জানান, ফিলিপিন্সের এহেন বক্তব্য সম্পন্ন ভুয়া।

তিনি জানান, সম্প্রতি ফিলিপিন্স অনেকবার ভুয়া সংবাদ প্রচার করেছে এবং চীনের বিরুদ্ধে অপবাদ দেওয়ার অপচেষ্টা করেছে। তারা আন্তর্জাতিক সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এমন আচরণ অবশ্যই ব্যর্থ হবে বলে চীনা মুখপাত্র উল্লেখ করেন।

তিনি জানান, ফিলিপিন্সের উচিত এহেন দায়িত্বজ্ঞানহীন আচরণ বন্ধ করা, বাস্তবতাকে সম্মান করা এবং দ্রুত আলোচনার মাধ্যমে মতভেদ নিরসনের সঠিক পথে ফিরে আসা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন